বাউফলে করোনা আক্রান্ত ৬ জন

বাউফলে করোনা  আক্রান্ত ৬ জন

সাইফুল ইসলাম, বাউফল :বাউফলের কালাইয়াতে নারায়নগঞ্জ থেকে আসা ছয় ব্যক্তির পাঁচ জনই করোনা ভাইরাসে আক্রান্ত। গত সোমবার (২০ এপ্রিল) লকডাউন উপেক্ষা করে রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে তারা এসেছিলেন। আক্রান্ত পাচজনের মধ্যে একজন পুরুষ চারজন নারী। আক্রান্তরা হলেন, আজিমন বিবি (৮০) হাওয়া বিবি (৫০) হনুফা বিবি (৪০) ফারজানা (১৪) ও সিদ্দিকুর রহমান (২২)। শুক্রবার বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে কালিশুরী চায়ের দোকানদার এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়েছে বলে জানাগেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) নারায়নগঞ্জ থেকে অ্যাস্বুলেন্স করে রোগী সেজে উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন। এক পর্যায়ে ওই যাত্রীরা স্থানীয়দের বাঁধার মুখে পড়লে ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ (মনির) মোল্লা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে পুলিশ ওই অ্যাম্বুলেন্সটিকে জব্দ করে এবং ওই ছয় যাত্রীকে পুলিশ আটক করে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, করোনা আক্রান্ত রোগীরা আমাদের সার্বক্ষনিক নিবির পর্যবেক্ষনে রয়েছে। উর্ধতন মহলের সিদ্বান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় বাউফলে সর্বত্র হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।